ফেনীতে হিজড়াদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা প্রশাসন। রবিবার সন্ধ্যায় ফেনী সদরের কাজীরবাগে তৃপ্তি পার্কে হিজড়া সম্প্রদায়ের সদস্যদের মাঝে কম্বল তুলে দেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।
এসময় ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৯০ জন হিজড়াকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত কম্বল তুলে দেন তিনি। এরপর রাণীর হাট বেদে সম্প্রদায়ের ৩০ পরিবারকে একটি করে কম্বল প্রদান করে জেলা প্রশাসন।
সম্পাদনাঃ আরএইচ/ এনজেট







