ফেনীতে পলিথিন মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের গোবিন্দপুর এলাকায় পলিথিন মোড়ানো শিশু সাদৃশ্য বস্তুকে নিয়ে কয়েকটি ককুর কামড়া কামড়ি করছে। পরে তারা পলেথিনটিতে মৃত নবজাতক দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এক পর্যায় পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের মৃত এক নবজাতককে পুলিশ হাসপাতালের মর্গে নিয়ে আসার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







