নতুন ফেনী ডেস্ক>>
ফেনী ট্রাংক রোডের খেজুর চত্তর এলাকায় আবারও মুর্হুমুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় শহরে আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিএনপি-জামায়াতের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ৩২ দিন বুধবার রাত ৮টা থেকে শহরের নবী হোটেল, খেজুর চত্তর ও বাংলা হোটেলের সামনে পরপর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দিক-বিদিক ছোটাছুটি করতে দেখা যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ৫ জানুয়ারী বেলা সাড়ে তিনটার দিকে খেজুর চত্তরে দুর্বৃত্তদের ছোড়া ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের অনিক ও হৃদয় নামে দুই এসএসসি পরীক্ষার্থী মারাত্মক আহত হয়। এছাড়া একই স্থানে ১ ফেব্রুয়ারী সকাল নয়টার দিকে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে পেট্রোল ঢেলে আগুন দিলে ৬টি সিএনজি চালিত অটোরিক্সা পুড়ে যায়।
সম্পাদনা: আরএইচ
খেজুর চত্তরে আবারও মুর্হুমুহু ককটেল বিস্ফোরণ







