বগাদানায় ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিরতণ করছেন যুবলীগ নেতা জামাল • নতুন ফেনীনতুন ফেনী বগাদানায় ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিরতণ করছেন যুবলীগ নেতা জামাল • নতুন ফেনী
 ফেনী |
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বগাদানায় ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিরতণ করছেন যুবলীগ নেতা জামাল

সোনাগাজী প্রতিনিধিসোনাগাজী প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪১ অপরাহ্ণ, ২১ এপ্রিল ২০২০

চলমান পরিস্থিতিতে অসহায় ও কর্মহীন দুঃস্থ মানুষের মাঝে সোনাগাজী উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিনের ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল তৃতীয় দফায় দিনভর তিনি বগাদানা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায় ব্যক্তিদের ঘরে ঘরে ব্যক্তিগত তহবিল থেকে এ ত্রাণ সামগ্রী পৌছে দেন।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন যাবত ইউনিয়নের প্রায় ৩শ পরিবারের মাঝে যুবলীগ নেতা জামাল দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। গতকাল ত্রাণ বিতরণকালে ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. শাহ আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম রুবেলসহ দলীয় কর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

যুবলীগ নেতা জামাল উদ্দিন নতুন ফেনীকে জানান, করোনা ভাইরাস সংক্রামন ঠেকাতে সরকার জাতীয় স্বার্থে সকল পেশার ব্যক্তিকে নিজ নিজ ঘরে অবস্থান নিতে নির্দেশনা জারি করেছে। এমতাবস্থায় আয় রোজগার বন্ধ হয়ে যাওয়াতে নিম্ন আয়ের মানুষ দিশেহারা হয়ে পড়ে। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনায় ব্যক্তিগত তহবিল থেকে কর্মহীন মানুষের পাশে দাড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছি।

সম্পাদনা: এনকে/আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.