ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন বালিগাঁও ইয়ুথ সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ফেনীর একটি মিলনায়তনে সংস্থার নির্বাচিত ৩ জনের সাথে বিস্তারিত আলোচনা করে উপদেষ্টা সাংবাদিক নুর উল্লাহ কায়সার ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন করেন। এর আগে ফেনীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত নির্বাচনী সভায় সদস্যদের গোপন ব্যালটে সাহাব উদ্দিন ভূঞা সভাপতি, মো: দিদারুল আলম সাধারণ সম্পাদক ও জামাল উদ্দিন সুমন অর্থ সম্পাদক নির্বাচিত হয়। অনুমোদিত কমিটিতে রহিম উল্লাহ বাবলু, নিজাম উদ্দিন ও মোহাম্মদ ইয়াছিনকে সহ সভাপতি, ফোরকান হোসেন আরমান, জহিরুল ইসলাম রুবেল ও ইমরান হোসেনকে যুগ্ম সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়াও জিয়া উদ্দিন বাবলু সাংগঠনিক সম্পাদক, মাঈন উদ্দিন ইফতেখার সমাজসেবা ও পরিকল্পনা সম্পাদক, ফজলে রাফি হৃদয় ছাত্র ও যুবকল্যাণ সম্পাদক, নজরুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক, নিপুল পাটোয়ারী ক্রীড়া ও শৃংখলা সম্পাদক, সাখাওয়াত হোসেন আন্তর্জাতিক সম্পাদক, তৌহিদ মাহমুদ সজিব দপ্তর সম্পাদক, শাহ জামাল শিক্ষা সম্পাদক, আবদুল মজিদ সোহাগ আপ্যায়ন সম্পাদক ও মেহেদী হাসানকে ধর্ম সম্পাদক ঘোষণা করা হয়।
সংগঠনটির উপদেষ্টা সাংবাদিক নুর উল্লাহ কায়সার জানান, সম্পূর্ণ অ-রাজনৈতিক ভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি দীর্ঘ ১০ বছর যাবত বালিগাঁও ইউনিয়নের শিক্ষার্থী এবং যুবকদের নিয়ে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন অনুষ্ঠানের পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় সহযোগিতা করার জন্য তিনি সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদনা: এনকে/আরএইচ







