ফেনী সদর উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে ৪শ ব্যক্তির মাঝে বিনামূল্যে লালশাক, ডাটা শাক, ঢেড়শ, শীম ও কুমড়া বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে তালিকাভূক্ত ব্যক্তিদের হাতে এ বীজ তুলে দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম। এ সময় কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো: তোফায়েল আহমেদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান হাবিবসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, ফেনী পৌর সভা এলাকায় ৪০ জন ও সদর উপজেলার ১২টি ইউনিয়নে ৩০ জন করে সর্বমোট ৪শ কৃষকের মাঝে বিনামূল্যে শাক সবজি বীজ তুলে দেয়া হয়েছে।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, চলতি মৌসুমে বাড়ির আঙ্গীনা ও পতিত স্থান গুলোতে সবজি চাষাবাদের জন্য কৃষকদেরকে এ বীজ বিনামূল্যে প্রদান করা হয়েছে। বীজগুলো ফলালে অন্তত একটি করে পরিবারের শাক সবজির চাহিদা মিটে যাবে। পরিবারের সদস্যরা বিষমুক্ত সবজি পাবে।
ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম জানান, আগামী মৌসুমে আরো বড় পরিসরে শাক সবজি বীজ বিনামূল্যে বিতরণ করার পরিকল্পনা রয়েছে। যাতে করে প্রতিটি পরিবার নিজস্ব উৎপাদনের মাধ্যমে শাক সবজির চাহিদা মেটাতে সক্ষম হয়।
সম্পাদনা: এনকে/আরএইচ







