ফেনীতে বিদেশী পিস্তল ও গুলিসহ একেএম সালাহ উদ্দিন নামের এক আ’লীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো: নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপুর ইউনিয়নের পদুয়া গ্রামে অভিযান চালায় র্যাব সদস্যরা। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে সালাউদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন পাওয়া যায়। একই সাথে তার ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়। সে পদুয়া গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন সালাউদ্দিন মাদক ব্যবসা ও নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে। এর আগে দুটি বিদেশী পিস্তলসহ সে ফেনী মডেল থানা পুলিশের হাতে আটক হয়। ১৪মাস কারাভোগের পর বের হয়ে সে পুনরায় অরাধ কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ে। বর্তমানে তার নামে ১০টি মামলা বিচারাধিন রয়েছে। সালাউদ্দিন ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য।
ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, র্যাবের হাতে আটককৃত সালাউদ্দিনকে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদনা: এনকে/আরএইচ







