ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে বজ্রপাতে রিপাত হোসেন জিসান (১৬) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ইউনিয়নের দক্ষিণ পাঁচগাছিয়া গ্রামের নিজ বাড়ীর পাশে বৃষ্টিতে আমকুড়াতে গিয়ে সে বজ্রপাতে আক্রান্ত হয়ে মারা যায়।
পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক নতুন ফেনী ডটকমকে জানান, বিকাল বেলায় বৃষ্টির সময় জিসান তাদের বাড়ীর পাশে আমকুড়াতে বের হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত শুরু হলে সে মাটিতে লুটে পড়ে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জিসান দক্ষিণ সমাজ এলাকার বর্তন পাটোয়ারী বাড়ির ভ্যান চালক নুরুল আবছারের একমাত্র ছেলে। সে পশ্চিম বিজয়সিংহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদনা: এনকে/আরএইচ







