ফেনীতে জিয়া উদ্দিন নামের পল্লী সঞ্চয় ব্যাংকের এক মাঠ সংগঠক ছিন্তাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ফেনী সদর উপজেলার পাচগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে জিয়া উদ্দিন আহত অবস্থায় ফেনীর জেড ইউ মডেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
আক্রান্ত জিয়া উদ্দিনের ভাই মো: ওমর ফারুক জানান, বৃহস্পতিবার রাতে তার ভাই জিয়া উদ্দিন তেমুহনী বাজার থেকে একটি সিএনজি অটোরিক্সা যোগে পাচগাছিয়া বাজারে এসে নামেন। এ সময় সিএনজির ভেতরে থাকা কয়েকজন তাকে টেনে হেছড়ে জোর পূর্বক আবার সিএনজিতে তুলে নেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা জিয়া উদ্দিনকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে পেলে।
কিছুক্ষণ পর অজ্ঞান অবস্থায় জিয়া উদ্দিনকে ফেনী-নোয়াখালী সড়কের পাচগাছিয়া কাজী বাড়ির সামনে রাস্তায় সুইয়ে রেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরে তাকে সেখান থেকে কয়েকজন টমটম যাত্রী উদ্ধার করে ফেনী জেড়ইউ মডেল হাসপাতালে ভর্তি করিয়ে স্বজনদের খবর দেয়।
জিয়া উদ্দিনের ভাই ফারুক আরো জানান, তার ভাইয়ের শরীরের কয়েকটি স্থানে আঘাতে ছিহ্ন রয়েছে। ছিনতাইকারীরা জিয়ার সাথে থাকা দুটি মোবাইলসেট ও হাতে লাগানো ঘড়িটিও ভেঙ্গে ফেলেছে। আহত জিয়া উদ্দীন ফেনী সদরের পাঁচগাছিয়া গ্রামের মির্দ্দা বাড়ীর মৃত মোঃ ইলিয়াসের ছেলে। সে ফেনী সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী হিসেবে কর্মরত রয়েছে।
সম্পাদনা: এনকে/আরএইচ







