ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নে ৬শ’ কর্মহীন অসহায় পরিবারে ঈদ সামগ্রি ও নগদ অর্থ বিতরণ করেছেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ খালেক। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে অসহায়দের ঘরে ঘরে এসব সামগ্রি তুলে তিনি।
এর আগে বুধবার কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক আলাউদ্দিন গঠন ও এয়াকুব নবী, পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া এবং জেলা যুবদলের সদস্য ফখরুল ইসলাম মাসুকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন। পর্যায়ক্রমে শুক্রবার পর্যন্ত দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে কর্মহীনদের ঘরে এসব পণ্য সামগ্রি পৌঁছে দেয়া হয়।
জেলা যুবদলের সদস্য ও মোটবী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মাসুক জানান, মহামারি করোনায় কর্মহীন হয়ে পড়া ৫শ’ পরিবারে ঈদ সামগ্রি ও ১শ’ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ খালেক জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস মাত্র। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরণের কর্মসূচি নিয়ে আগামীতেও অসহায়দের পাশে থাকার চেষ্টা থাকবে।
সম্পাদনা: আরএইচ/ এনজেটি







