নিজস্ব প্রতিনিধি>>
ফেনী শহরের এসএসকে সড়কে ফায়ার সার্ভিস স্টেশনে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুল মান্নান নামের এ ফায়ারম্যান আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাতে শহরের এসএসকে সড়কে ৫ থেকে ৭ জন মুখোশ পরা দুর্বৃত্ত ফেনী ফায়ার সার্ভিস স্টেশনে পরপর বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় বোমার আঘাতে ফায়ারম্যান আবদুল মান্নান গুরুতর আহত হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
ফেনী ফায়ার সার্ভিস স্টেশন ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ
ফেনী ফায়ার সর্ভিস স্টেশনে ককটেল হামলা ॥ ফায়ারম্যান আহত
