ফেনীতে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু • নতুন ফেনী
 ফেনী |
২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০৫ পূর্বাহ্ণ, ২৯ জুন ২০২০

ফেনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবদুল লতিফ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বালিগাঁও ইউনিয়নের উত্তর হকদি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ভাতিজা দেলোয়ার হোসেন বলেন, আবদুল লতিফের কেনা জমিতে জোরপূর্বক টিউবওয়েল বসানোর কাজ শুরু করে প্রতিবেশি আবদুল মোমেন। এ কাজে বাধা দিলে আবদুল মোমিনসহ তার সহযোগিরা তার উপর হামলা চালায়। তাদের এলোপাথাড়ি আক্রমণে আবদুল লতিফ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবদুল লতিফ ওই গ্রামের মোহাম্মদ আলী ভূঁইয়া বাড়ির মৃত ওহিদুর রহমানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন জানান, টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে আবদুল লতিফের মৃত্য হয়েছে বলে জেনেছেন। তবে মোমিনের বাড়ির উঠানে আবদুল লতিফের কেনা সম্পত্তি রয়েছে বলে জানান তিনি।

ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.