করোনাভাইরাসের প্রদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় মানুষের জন্য ‘মানবতার ঝাঁপি’ নামে এক ব্যতিক্রমধর্মী খাদ্য সহয়তার আয়োজন করেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজে ও ক্যাডেট কলেজ ক্লাব।
রোববার সকালে সাড়ে ১১টায় কলেজের সম্মুক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে দুই শতাধিক কর্মহীন, দরিদ্র, অসহায়, নারী-পুরুষের মাঝে এই খাদ্য সহয়তা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত খাদ্য সহয়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মুনিম খান। এসময় কলেজের শিক্ষকসহ স্টাফগণ উপস্থিত ছিলেন।
কলেজ অধ্যক্ষ বলেন, করোনাভাইরাসের ক্রান্তীকালে এই এলাকার দরিদ্র, অসহায় মানুষের জন্য ‘মানবতার ঝাঁপি’ নামে মানবিক সাহায্য সহয়তার এই কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি