মিরসরাই প্রতিনিধি>>
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকায় একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। এসময় আহত ট্রাকের সহকারী চালক নজরুল ইসলামকে (২২) দগ্ধ হয়। রোববার ভোরে বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, কুমিল্লা থেকে ভূষি নিয়ে চট্টগ্রাম গামী একটি ট্রাক বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এসময় নজরুল ইসলাম গুরুতর আহত হয়। কর্তব্যতে চিকিৎসক জানান, আগুনে তার শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে। পরে গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এছাড়া শনিবার রাতে বারইয়ারহাট উত্তর বাজারে একটি চয়েস বাসে আগুন দেয়ার চেষ্টা করে দূর্বৃত্তরা। রবিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলকায় মামা ফকিরের রাস্তার মাথায় ৮-১০টি গাড়ি ভাংচুর করার খবর পাওয়া গেছে।
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ ও গাড়ি ভাংচুরের ঘটনা সম্পর্কে অবগত নন জানিয়ে জোরারগঞ্জ থানার পরিদর্শক লিয়াকত আলী বলেন, এ বিষয়ে খোঁজ নিচ্ছেন তারা।
সম্পাদনা: আরএইচ/এমইউ
মিরসরাইয়ে ট্রাকে পেট্রোল বোমা-হেলফার দগ্ধ







