ফেনী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুব-উল-হক পেয়ারার ১৯তম মৃত্যুবার্ষিকী রোববার। এ উপলক্ষে কোরআন খতম, এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবাররের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরত এর জন্য দোয়া কামনা করা হয়েছে।
২০০০ সালের এদিনে ইন্তেকাল করেন ফেনীর প্রথিতযশা এ সাংবাদিক। জীবদ্দশায় তিনি ফেনী স্টেডিয়ামের স্থপতি, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক নিজস্ব সংবাদদাতা, আদর্শ হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি, রোটারী ক্লাব ফেনীর চাটার্ড প্রেসিডেন্ট, ফেনী জেলা বাস মালিক সমিতির সভাপতিসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ স্বর্ণপদক লাভ করেন। বহুমুখী প্রতিভাবান এ ব্যক্তিত্ব ফেনী শহরে পেয়ারা দাদা হিসেবে পরিচিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/ এনজেটি