নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে পৈশাচিক নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার সকালে জেলা ছাত্রদলের সভাপতি এস এম সালাউদ্দিন মামুনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি ফেনী প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক সংলগ্ন সমবায় সুপার মার্কেটে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সহ-সভাপতি ইউনুস রুবেল, আবুল খায়ের লিটন, ইমরান হায়দার মান্না, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাইফুল ইসলাম জিকু,তাজুল ইসলাম পাবেল, প্রচার সম্পাদক করিমুল হক, দফতর সম্পাদক আরিফুল ইসলাম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে সালাউদ্দিন মামুন ও মোরশেদ আলম বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন না থাকায় আজকে প্রকাশ্যে ধর্ষণ করেছে নরপিশাচরা। সত্যিকারার্থে বিশেষ একটি গোষ্ঠী ছাড়া দেশে আজ কারোই নিরাপত্তা নেই। আজ সারাদেশে নারী ধর্ষণের মতো জঘন্য ঘটনার উৎসব চলছে। আমরা অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







