মূল্য তালিকা না থাকা, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি এবং অপরিষ্কার পরিবেশে খাবার তৈরীর অপরাধে ছাগলনাইয়ায় ৪ টি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর । ৯ নভেম্বর (সোমবার) দুপুরে ভোক্তা অধিদপ্তর ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এ অভিযান পরিচালনা করেন।
ছাগলনাইয়া উপজেলার জমাদ্দার বাজারে পরিচালিত অভিযানে মূল্য তালিকা না থাকায় দি বণিক ট্রেডার্স ও সাবিত ট্রেডার্সকে তিন হাজার টাকা করে, সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে আলু বিক্রির অপরাধে ভূঞাঁ স্টোরকে দুই হাজার টাকা এবং অপরিষ্কার পরিবেশে খাবার রাখার অপরাধে আনন্দ হোটেলকে দুই হাজর টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে সহায়তা করেন ছাগলনাইয়া উপজেলা ক্যাব সভাপতি ইসহাক মজুমদারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
সম্পাদনা:আরএইচ/এইচআর







