সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামে অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার দুপুর সাড়ে বারটার দিকে ওই গ্রামের বদর উদ্দিন ভূঞা বাড়ীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পৌরসভার চরগণেশ গ্রামের ওই বাড়ীর একরামুল হকের বসতঘরে বুধবার দুপুরে হঠাৎ আগুনের শিখা দেখতে পায় স্থানীয়রা। তারা ফায়ার সার্ভিস সদস্যদের খবর দিলে তারা আসার আগেই তার ব্যবহৃত দুটি বসত ঘর পুড়ে যায়। আগুনে নগদ টাকা স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ আসবাবপত্র পুড়ে যায়। রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিসকর্মীদের ধারণা। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্থ একরামুল হক নতুন ফেনী’ জানান, আগুন স্বর্ণালঙ্কারসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোনাগাজী ফায়ার স্টেশনের ইনচার্জ নুর নবী নতুন ফেনী’কে জানান, ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনো।
সম্পাদনা: আরএইচ/এইচএমএইচ







