দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞা বাজারের ফাজিলেরঘাট সড়কে হাসেম মার্কেটের দ্বিতীয় তলার মদিনা ফোমের একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যা সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাতটার দিকে ওই মার্কেটের দ্বিতীয় তলায় আগুনের লেলিহান শিখা দেখা যায়। মূহুর্তে হাসেম মার্কেটের দ্বিতীয় তলায় অন্য দোকার গুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা আরো জানায়, আগুন পাশ্ববর্দী হাবিব প্লাজায়ও ছড়িয়ে পড়ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছতে পারেনি।
সম্পাদনা: আরএইচ
দাগনভূঞায় প্লাস্টিক গোডাউনে আগুন







