ফেনীতে মোটরসাইকেল দূর্ঘটনায় ছালাহ উদ্দিন অনিক (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল সংলগ্ন ছিলোনীয়া এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত অনিক বন্ধুদের নিয়ে মোটরসাইকেল যোগে ঢাকা থেকে রাঙ্গামাটি ভ্রমনে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও পুলিশ জানায়, শুক্রবার ভোর ৬ টার দিকে অনিকসহ তার কয়েকজন বন্ধু ঢাকার যাত্রাবাড়ি থেকে ৭টি মোটরসাইকেল যোগে রাঙ্গামাটির উদ্দেশ্যে রাওয়ানা হন। সকাল ১০ টার দিকে তারা ফেনীর লালপোল অতিক্রম করার পর একটি ট্রাক এসে অনিকের মোটরসাইকেল চাপা দেয়। এতে অনিক সড়কে পড়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়। পরে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
অনিকের সহযাত্রীরা জানায়, অনিক দীর্ঘদিন পরিবার নিয়ে যাত্রাবাড়িতে বাসায় থাকেন। তার পরিবারের কয়েকজন সদস্য মাইক্রোবাসযোগে রাঙ্গামাটিতে যাচ্ছিলেন। অনিকসহ তার বন্ধুরা মোটরসাইকেল যোগে ভোর ৬টার দিকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রাওয়ানা দেন।
ফেনী জেনারেল হাসপাতাল পুলিশ বুথের ইনচার্জ এসআই মাছুম জানান, মহাসড়কে নিহত যুবকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।







