ফেনীকে কাভারভ্যান চাপায় মো. ফুয়াদ (১৭) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, প্রতিদিনের মত ফেনী সদর উপজেলার তেমুহনী বাজারের হার্ডওয়্যার দোকান বন্ধ করে মহাসড়ক হয়ে সাইকেল নিয়ে বাড়ি ফিরছেন মো, ফুয়াদ। এসময় নোয়াখালীমূখী দ্রুতগামী একটি কাভারভ্যান ফুয়াদকে চাপা দিয়ে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা এসে ফুয়াদকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক জানান, নিহত ফুয়াদ দীর্ঘদিন যাবত তেমুহনী বাজারে বাবার সাথে হার্ডওয়্যার দোকান করতেন। সে দক্ষিণ কাশিমপুর গ্রামের মো. আইয়ুব নবী লিটনের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন তেমুহনী বাজার সংলগ্ন রাস্তায় সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।







