নতুন ফেনী ডেস্ক>>
ফেনী থেকে প্রাইভেটকার ভর্তি ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া থেকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় কমান্ডার মেজর মোঃ মোজাম্মেল হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় ১টি প্রাইভেটকার ও ১টি সিএনজি চালিত অটোরিক্সা তল্লাসি করে ৭ শ’ বোতল ফেনসিডিলসহ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সাতঘরিয়া গ্রামের মালু মিয়ার ছেলে মো: নুরুল আমীন (২৬), একই উপজেলার দক্ষিণ বেতিয়ারা গ্রামের নুর আহাম্মদের ছেলে মো: মীর কাশেম (৫০), মোহাম্মদ জাফরের ছেলে মো: সজিব (২৬) ও ফেনী জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি গ্রামের ছালেহ আহম্মদের ছেলে মো: নোমান (৩৫) আটক করা হয়। পরে মাদক বহনকারী প্রাইভেটকার ও সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ এর এএসপি জসিম উদ্দিন মাদকসহ ৪ ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে প্রাইভেটকার ভর্তি ফেনসিডিলসহ ৪ ব্যবসায়ী আটক
