ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত • নতুন ফেনী
 ফেনী |
২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৭ অপরাহ্ণ, ০৬ এপ্রিল ২০২১

ফেনীর সোনাগাজী ও দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় ফাহাদ হোসেন (২০) ও রিয়াদ হোসেন (১৯) নামের দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরো অন্তত তিনজন আহত হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সোনাগাজী পৌরসভার তাকিয়া রাস্তার মাথায় ইরানী হোটেলের সামনে একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

তাৎক্ষনিক স্থানীয় লোকজন এগিয়ে এসে মোটরসাইকেলের চালক মোঃ ফাহাদ হোসেন (২০) কে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

এদিকে রাত ১০টার দিকে দাগনভূঞা উপজেলার দুধমুখা বাজার সংলগ্ন উলাল মিয়ার টেক নামক স্থানে সিএনজি ও কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন (১৯) নামের এক যাত্রী নিহত হয়েছে। নিহত রিয়াদ কোম্পানিগঞ্জ উপজেলার চর হাজারী ইউনিয়নের মোঃ দুলালের ছেলে।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ সড়ক দূর্ঘটনায় রিয়াদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে শুনেছেন।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.