সাহাব উদ্দিন আহমেদ সিকদার পূনরায় বিআরডিবির আওতাভূক্ত ফেনী সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেড এর সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সংস্থার বিশেষ সাধারণ সভা ও নির্বাচনের তারিখে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় তাকে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাহাব উদ্দিন আহমেদ সিকদার বিআরডিবির সভাপতি নির্বাচিত হওয়ার পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক সমবায় সমিতি সমূহ পরিদর্শন ও সম্পর্কের উন্নয়নের মাধ্যমে তিন বছরে ১৫ লাখ টাকারও বেশি নীট লাভ অর্জিত হয়েছে। বিগত বছরে চট্টগ্রাম বিভাগের পল্লী পদকের জন্য তিনি শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি বিআরডিবির সভাপতি ছাড়াও ফেনী ডায়াবেটিস সমিতি পরিচালনা কমিটির সদস্য ও আমিন উল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে রয়েছেন। এরআগে তিনি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়ন পরিষদের ২ বার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। সাহাব উদ্দিন আহমেদ সিকদার শর্শদী ইউনিয়নের শামসুদ্দিন ভূঁঞা উচ্চ বিদ্যালয়ের একটানা ১২ বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন।
ইউসিসিএ’র সার্বিক উন্নয়নে তিনি বিআরডিবির কর্মকর্তা ও সমবায়ীদের সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন।







