পৌরসভার নোটিশ শতভাগ বাস্তবায়ন করা হবে -মেয়র স্বপন মিয়াজী • নতুন ফেনীনতুন ফেনী পৌরসভার নোটিশ শতভাগ বাস্তবায়ন করা হবে -মেয়র স্বপন মিয়াজী • নতুন ফেনী
 ফেনী |
২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পৌরসভার নোটিশ শতভাগ বাস্তবায়ন করা হবে -মেয়র স্বপন মিয়াজী

নুর উল্লাহ কায়সারনুর উল্লাহ কায়সার
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৫ অপরাহ্ণ, ০৬ এপ্রিল ২০২২

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেছেন, রাস্তার পাশে বিল্ডিং কোর্ড লঙ্গন করে যারা বাড়ি ও দেয়াল নির্মাণ করেছেন তাদেরকে পৌরসভার পক্ষ থেকে ১ মাস আগে নোটিশ দেয়া হয়েছে। ওই নোটিশে রাস্তার পাশের স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে। কিন্তুু কিছু বাড়ির মালিক নোটিশ পেয়েও কোন ব্যবস্থা নেননি। এমতাবস্থায় জনগনের সুবিধার্থে পাঠানবাড়ি সড়কে রাস্তা প্রশস্তকরণের জন্য রাস্তার পাশের দেয়াল ও স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গতকাল ফেনী পৌরসভার পাঠানবাড়ী সড়ক প্রশস্তকরণের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এসময় মেয়র আরো বলেন, ডাক্তার পাড়া সড়কের পাশের স্থাপনা ও দালান নির্মাণকারীদের নোটিশ দেয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে সেখানেও অভিযান চালিয়ে বিল্ডিং কোর্ড লঙ্গন করে গড়ে ওঠা স্থাপনা অপসারণ করা হবে। পরবর্তীতে ধারাবাহিকভাবে গুরুত্ব অনুসারে পৌরসভার অন্যান্য সড়ক প্রশস্তকরণের কাজ হাতে নেয়া হবে বলেও জানান মেয়র।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.