ফেনীতে কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন • নতুন ফেনী
 ফেনী |
১০ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৩৩ অপরাহ্ণ, ১৯ নভেম্বর ২০২৩

ফেনীর লালপোলে মালবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও কাভার্ডভ্যানটির সামনের অংশ এবং পেছনে থাকা মালামালও ক্ষতিগ্রস্ত হয়।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, রাত দেড়টার পর খবর পেয়ে তারা ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে কার্টন ভর্তি মালামাল নিয়ে ছেড়ে এসেছিল। এটি ‘ডায়মন্ড কার্গো সার্ভিস’ নামের একটি প্রতিষ্ঠানের পরিবহন।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভিয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.