ফেনীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের নেওয়া প্রদক্ষেপ পরিদর্শন করেছে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পিপিএম।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে পুলিশ সুপার পৌর শহরের জিরো পয়েন্টে যানজট মুক্ত ও ফুটপাত দখল মুক্ত করায় পরিদর্শনকালে সন্তোষ প্রকাশ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) শাহাদাত হোসেন, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অংপ্রু মারমা।
সাধারণ মানুষ, সিএনজি চালক, মোটরসাইকেল চালক, দোকানদারদের সাথে কথা বলেন তিনি। জিরো পয়েন্টের যানজটমুক্ত করতে ট্রাফিক পুলিশ যে ব্যবস্থা নিয়েছে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং গাড়ির চালকরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।
এসময় তিনি মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) রুহুল আমিন ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আনোয়ারুল আজিমকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সম্পাদনাঃ আরএইচ