ফেনীতে বৈষম্যবিরোধী অসহযোগ ছাত্র আন্দোলনে ৪ আগস্ট দূর্বৃত্তের গুলিতে মোঃ সরোয়ার জাহান মাসুদের নিহতের ঘটনায় দাগনভূঁঞার বেকেরবাজারে শোক মিছিল ও দোয়া মাহফিল করা হয়েছে।
শনিবার (১০ আগস্ট) বিকেলে উত্তর আলীপুর কলেজ রোড় এর মাথা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জনতা ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।
এসময় সমন্বয়ক শাহিদুল ইসলাম, মনির হোসেন, তাইজুল ও রুমনসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে দোয়া পরিচালনা করেন বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন খন্দকার।
সম্পাদনাঃ আরএইচ