সোনাগাজীতে শহীদ বোরহানের পরিবারকে জেলা জামায়াতের অনুদান প্রদান • নতুন ফেনীনতুন ফেনী সোনাগাজীতে শহীদ বোরহানের পরিবারকে জেলা জামায়াতের অনুদান প্রদান • নতুন ফেনী
 ফেনী |
২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সোনাগাজীতে শহীদ বোরহানের পরিবারকে জেলা জামায়াতের অনুদান প্রদান

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৫ অপরাহ্ণ, ১৮ আগস্ট ২০২৪

ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সোনাগাজীর শহীদ বোরহান উদ্দিনের পরিবারকে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন জেলা জামায়াত।

রবিবার (১৮ আগস্ট) বিকালে সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে এসে প্রথমে শহীদের কবর জেয়ারত ও পরে তার শোকাবহ পরিবারকে শান্তনা দেন এবং নগদ এক লক্ষ টাকা প্রদান করেন জামায়াত নেতৃবৃন্দ।

এসময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর একেএম সামছুদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি আবদুল হান্নান, সহকারি সেক্রেটারী আবদুর রহিম, কর্মপরিষদ সদস্য প্রকৌশলী ফখর উদ্দিন, আবু বকর সিদ্দিক মানিক। সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মোঃ মোস্তফা, পৌর জামায়াতের আমির মাওলানা কালিম উল্লাহ, সেক্রেটারি মহসিন ভূঞা, উপজেলা অফিস সম্পাদক আমিরুল ইসলাম মাসুদ, সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, উপজেলা ছাত্র শিবির সভাপতি আরিফ হোসাইনসহ জেলা ও উপজেলা জামায়ত শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪আগষ্ট রাজধানী ঢাকায় গুলিতে আঘাত প্রাপ্ত হয়ে চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন বোরহান।

সম্পাদনাঃ আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.