ফুলগাজীতে ভ্রামমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে মাশিয়াত আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী সদর ইউনিয়নের ঘনিয়ামোড়া এলাকায় ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাই। তাৎক্ষণিক ভ্রামমাণ আদালত পরিচালনা করা হয়। কিন্তু মাটি খেকোরা টের পেয়ে পালিয়ে গেলে কাউকে জরিমানা করা সম্ভব হয়নি।
ফেরার পথে ফুলগাজী বাজারে ভ্রামমাণ আদালত তিন মোটরসাইকেল আরোহীকে প্রয়োজনীয় কাগজপত্র, অবৈধ পার্কিং ও হেলমেট ব্যবহার না করায় তিন মামলা দিয়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে সতর্ক করে দেন।
আরএইচ/এনজেটি