ফুলগাজীতে শহীদ শ্রাবণ স্মৃতি দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় আনন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন হয়।
সাবেক ছাত্রদল নেতা বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক গোলাম রুসুল মজুমদার গোলাপ, শহীদ শ্রাবণের বাবা নেছার উদ্দিন আহমেদ, ব্যবসায়ী শাহ আলম ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য এছহাক ভূঁইয়া, আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, আনন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সাবলু ভূঁইয়া, আবদুল কুদ্দুছ কোম্পানি, আকবর হোসেন বুলেট ও ছাত্র সমন্বয়ক ওমর ফারুক রাজুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।