শহর প্রতিনিধি>>
ফেনী শহরের বারাহীপুরের বাসিন্দা আরিফুল ইসলাম (২০) এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগেই পাড়ি দিয়েছেন না ফেরার দেশে।
পরিবার ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে প্রতিদিনের মতো নিজ বিছানায় ঘুমায় ফেনী সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী আরিফ। সকালে অনেক ডাকাডাকির পরও ঘুম থেকে না ওঠায় তার মা চিৎকার দিয়ে ওঠে। এক পর্যায়ে প্রতিবেশিরা এগিয়ে এসে তার লাশ ঘর থেকে বের করে ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ মৃত্যুর কারন নিশ্চিত করতে পারেনি। মৃত আরিফ শহরের বারাহীপুর এলাকার মজুমদার বাড়ীর মো: জুলহাসের ছেলে। পরিবারের ২ ছেলের মধ্যে আরিফ বড় সন্তান বলে স্থানীয়রা জানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মা মোহছেনা আক্তার তার ছেলে আরিফ রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আত্বহত্যা করতে পারে বলে ধারনা করছেন।
আধুনিক সদর হাসপাতালের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার (আরএমও) জানান, আরিফ কিভাবে নিহত হয়েছে লাশ পোষ্ট মোর্টেম করার পর প্রাথমিক ভাবে হয়তো ধারনা পাওয়া যেতে পারে।
সম্পাদনা: এনকে