ছাগলনাইয়া প্রতিনিধি >>
ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন উত্তর সতর গ্রামের অদু মাষ্টার ভূঁইয়া বাড়ির বসত ঘরের চালের ওপর বিপদজনক বৈদ্যুতিক সংযোগ সরানোর আবেদনের ৮মাসেও সরানো হয়নি বলে অভিযোগ করেছে ভুক্তভোগি মোস্তফা ভূঁইয়া ও হাবিব উল¬াহ ভূঁইয়ার পরিবার।
ক্ষতিগ্রস্থ সূত্র জানায়, গত ১০ সেপ্টম্বর ২০১৪ তারিখে ছাগলনাইয়ায় ডিজিএম বরাবর আবেদন করেন মোস্তফা ভূঁইয়ার ছেলে মাছুম বিল¬াহ্। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৮ ডিসেম্বর ১৯ হজার ৮শ’ ৭৬ টাকা জমা দেয়া হয়। ছাগলনাইয়ার জোনাল অফিসের ডিজিএম জানান, মাসুম বিল¬াহর আবেদন যাচাই করে চলতি বছরের ১৯ জানুয়ারী ফেনী পল্লি বিদ্যুৎ অফিসে পাঠান হয়। যার আবেদন নং ৫৬৭৪। এর কিছুদিন পর ছাগলনাইয়া জোনাল অফিসে যোগাযোগ করা হলে ডিজিএম বলেন, আপনার আবেদন কি অবস্থায় আছে ফেনী অফিস থেকে জেনে আসুন। এ নিয়ে এ অফিস ওই অফিসে খোঁজ নেয়ার কথা বলে হয়রানি করে আসছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ছাগলনাইয়ার জোনাল অফিসের ডিজিএম কামাল পাশা বলেন, কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য তারা ফেনী পল¬ী বিদ্যুৎ অফিসের দায়িত্বরত কর্মকর্তা মনিরকে দায়িত্ব দেয়া হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত মনিরকে ফোন করলে মনির বলেন, কাজটি এতদিনে হয়ে যাওয়ার কথা। তিনি আরো বলেন, কাজটি কন্ট্রাকট্রর সাদ্দাম হোসেনকে দেয়া হয়েছে। কাজটি এক সাপ্তাহের মধ্যে হয়ে যাবে।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
৮ মাসেও সরেনি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন ॥ মারাত্মক দূর্ঘটনার আশঙ্কা







