নিজস্ব প্রতিনিধি>>
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে ফেনীতে র্যালী, আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ফেনী পৌর চত্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর খোন্দকার।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট আক্রামুজ্জমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইউছুফ, কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, আবু সুফিয়ান, মহিনুর জাহান লাবনী, লুৎফুর রহমান খোকন হাজারী।
কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল আউয়াল সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে স¦াগত বক্তব্য রাখেন ফেনী জেলা ইউনিটের সেক্রেটারী ও ডেলিগেল সাইফুর রহমান সাইফু, দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইউনিটের সহকারী পরিচালক আব্দুল করিম।
এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক যুব প্রধান মাজহারুল হক (বাপ্পি) ও মোঃ মোরশেদ আলম প্রমুখ।
যুব প্রধান মনজিলা আক্তার মিমি’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে ১৫০ জন প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদনা: আরএইচ/এপি
ফেনীতে রেড ক্রিসেন্ট দিবসে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ







