ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করা হয়েছে। ১৮ মে সোমবার দুপুরে শুভপুর ইউনিয়ন পরিষদ কমপেক্সে ইউপি চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুঞা, এলজিএসপির জেলা ফ্যাসিলিটেটর পিন্টু চন্দ্র দাস, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কুমিলার আঞ্চলিক ব্যবস্থাপক ভব রঞ্জন দাস, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আক্তার ডলি প্রমূখ। এ সময় বক্তব্য রাখেন প্যালেন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মানিক, মাস্টার আবুল কালাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমন্ডার আবু তালেব, ইউপি সদস্য আনোয়ার হোসেন, শুভপুর ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী কামাল উদ্দিন ভূঞা, দারগারহাট বাজার কমিটির সেক্রেটারী আবুল কালাম, জাসদ নেতা জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া ডটকমের সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য আবদুল আউয়াল চৌধুরী, শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুলফিকার করিম নিশান, সেক্রেটারী শওকত হোসেন ।
অনুষ্ঠানে শুভপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রত্মাগর্ভা মা ছেমনা আক্তারকে সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়। ২০১৫-১৬ অর্থ বছরে শুভপুর ইউনিয়ন পরিষদের ৯৫ লক্ষ ৭২ হাজার ৬ শত টাকার বাজেট ঘোষনা করা হয়। শুভপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাহাঙ্গীর আলম এ বাজেট ঘোষনা করেন ।







