শহর প্রতিনিধি>>
ফেনীতে রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু পি.এইচ.এফ.। রোটার্যাক্টর মাহমুদুল হক জিসানের সঞ্চালনায় রোটার্যাক্টর আবু নাছিরের সভাপতিত্বে রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্টারে ১৬তম অভিষেক অনুষ্ঠান স্বপ্নযাত্রা ২০১৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মুমিনুল হক চৌধুরী, প্রেসিডেন্ট নমিনি রোটাঃ এহসানুল হক, সচিব রোটাঃ জামাল উদ্দিন পি.এইচ.এফ, রোটার্যাক্ট জেলা ৩২৮২ ডিআরআর রোঃ এ্যাডঃ হোসাইন আহম্মেদ শিপন, ডিস্ট্রিক সেক্রেটারী সুমন, জাহাঙ্গীর সহ বিভিন্ন ক্লাব থেকে আগত রোটারিয়ান ও রোটার্যাক্টবৃন্দ। সভায় রোঃ আই.পি.পি আবু নাছির, নতুন সভাপতি রোঃ আবুল হাসনাত রনিকে কলার হস্তান্তরের মাধ্যমে বরণ করে নেয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রোটার্যাক্টররা হচ্ছেন জাতির বিবেক তাই আজ আর রোটার্যাক্টরদের ঘুমিয়ে থাকার সময় নয়, তাদেরকে সমাজের মানুষের সেবা করার জন্য এবং সমাজ গঠনে আরো বেশী ভূমিকা পালন করতে হবে। তারা সমাজকে যোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী জাতি হিসেবে গড়ে তুলবে। সভার শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ১৬তম অভিষেক অনুষ্ঠান স্বপ্নযাত্রা-১৫ প্রোগ্রাম চেয়্যারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন পি. পি. রোঃ মাহমুদুল হক জিসান প্রমূখ।
গম্পাদনা: আরএইচ
রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের অভিষেক অনুষ্ঠান







