সদর প্রতিনিধি >>
ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদে উপ-নিবাচনে ভোটগ্রহন শান্তিপূণ পরিবেশে চলছে। সোমবার সকাল ৮টা থেকে মধ্যম লক্ষীপুর ছিদ্দীকিয়া নূরানী তালিমুল কোরআন মাদরাসা কেন্দ্রে ভোটগ্রহন শুরু হয়।
কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে পুরুষের ছেয়ে নারী ভোটারদের বেশ উপস্থিতি লক্ষ্যনীয়। নিবাচনকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এ নিবাচনে সাইদুল ইসলাম সনেট তাল প্রতীক ও ফখরুল ইসলাম মরিচ প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন। ভোটার সংখ্যা ২ হাজার ২শ ১৬। এরমধ্যে পুরুষ ১২১৪ ও নারী ১০০২ ভোটার রয়েছে। নিবাচনে একজন ম্যাজিষ্ট্রেট নিয়োজিত রয়েছেন।
প্রিসাইডিং অফিসার ও সদর উপজেলা পল্লী উন্নয়ন কমকতা কামাল উদ্দিন মজুমদার জানান, সুষ্ঠু ও শান্তিপূন পরিবেশে ভোটগ্রহন করা হচ্ছে।
ফেনী মডেল থানার এসআই আজিজ আহমেদ জানান, অপ্রিতিকর ঘটনা এডাতে আইনশৃঙ্খলা বাহিনী সতক রয়েছে।
সম্পাদনা: আরএইচ







