সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজী উপজেলা যুবলীগে আজিজুল হক হিরণকে সভাপতি ও জামাল উদ্দিনকে সিনিয়র নুরুল ইসলাম ভুট্টুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। সোমবার জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শুসেন চন্দ্র শীল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির গণমাধ্যমকে এ তথ্য জানানো হয। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জামাল উদ্দিনকে সিনিয়র সহসভাপতি ও নাছির উদ্দিন ভূঁঞা আরিফকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এর আগে রবিবার বিকালে সোনাগাজী উপজেলায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জিরোপয়েন্টে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহ্জুর আলম শাহীন।
উপজেলা যুবলীগের আহবায়ক রবিউজ্জামান বাবুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিন, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ’লীগের সভাপতি জেড, এম, কামরুল আনাম, জেলা আ’লীগের সদস্য ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম খোকন, সদর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আরেফিন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল আলম জহির, বগাদানা ইউপি চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু প্রমুখ।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজী উপজেলা যুবলীগ’র হিরণ সভাপতি ভুট্টু সম্পাদক







