সদর প্রতিনিধি:
ফেনী সদর উপজেলার শর্শদী থেকে যুবলীগকর্মী আবু বক্কর ছিদ্দিক জনিকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার নিজ বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাড়িপুরে মালামাল চুরির মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আবু বক্কর ছিদ্দিক জনিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত জনি স্থানীয় ওয়ার্ড মেম্বার মো: হানিফের ছেলে।
ফেনী মডেল থানা পুেিশর উপ-পরিদর্শক মো: কামরুল ইসলাম তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে।
সম্পাদনা: আরএইচ
শর্শদী থেকে যুবলীগকর্মী জনি গ্রেফতার







