সদর প্রতিনিধি>>
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আফতাব বিবিতে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল করেছে বাজার ব্যবস্থাপনা কমিটি। সোমবার আফতাব বিবি বাজারের জিরোপয়েন্টে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. লোকমান হোসেনের সভাপতিত্বে সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বাজারের ব্যবসায়ীরা অংশ নেয়। পরে বাজারের দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা সন্ত্রাস ও চাঁদাবাজীর প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আফতাব বিবি বাজার থেকে দক্ষিণে তহসিনা দিঘী প্রদক্ষিণ করে উত্তরে ভাঙ্গার পোলে গিয়ে শেষ হয়। উল্লেখ্য: সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরকার দলীয় ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়। আহতরা বাজারের ১ দর্জি শ্রমিককে অপহরনের চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে।
সম্পাদনা:এনকে
আফতাব বিবিতে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ সভা







