শহর প্রতিনিধি>>
চিকিৎসক ও প্রতিষ্ঠানের মান যাচাই করে ইউনানী আয়ূর্বেদিক চিকিৎসা নেয়ার আহবান জানিয়েছেন ফেনীর মহিপালস্থ নবজীবন হারবালের স্বত্বাধিকারী হাকীম মো: শহীদুল ইসলাম। বুধবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে তিনি জানান, সম্প্রতি সময়ে ফেনীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩ হারবাল প্রতিষ্ঠান সিলগালা ও ৫ চিকিৎসককে আটক করে। এমন খবর প্রচার করতে গিয়ে কিছু পত্র পত্রিকা নবজীবন হারবাল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে। অথচ বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমন অব মেডিসিন’র সনদ প্রাপ্ত ২ জন চিকিৎসক নবজীবন হারবাল সেন্টারে দীর্ঘদিন ধরে সুনামের সাথে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সম্পাদনা: আরএইচ/এনকে
মান যাচাই করে চিকিৎসা নেয়ার আহবান নবজীবন হারবালের







