নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে সম্মেলন করেছে গ্রামীন শক্তি’র মাঠ পর্যায়ের কর্মীরা। বুধবার দুপুরে সংগঠনের শতাধিক কর্মী ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
গ্রামীন শক্তি ঐক্য পরিষদ ফেনী ডিভিশনের সভাপতি মো. বেলাল হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, ১৯৯৬ সালে দেশের প্রথম সৌরবিদ্যুৎ, উন্নত চুলা ও বায়োগ্যাস প্লান্ট নিয়ে কাজ শুরু করে গ্রামীন শক্তি। বর্তমানে দেশের ১৬ লাখ গ্রাহক এ সংগঠনের মাধ্যমে ৩০ হাজার বায়োগ্যাস প্লান্ট ব্যবহার করছে। দেশে প্রত্যন্ত অঞ্চলে ১৫ হাজার কর্মী দেশজুরে গ্রাহকের সেবায় নিয়োজত রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত হঠাৎ করে একযোগে ১৩৫টি শাখা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সংগঠনের ১৫ হাজার গ্রাহকের ৪ কোটি টাকারও বেশি প্রভিডেন্ট ফান্ড রয়েছে। প্রতিষ্ঠানটি উদ্ধর্তন কর্তৃপক্ষ ‘গ্রামীন শক্তি’ বন্ধ করে ‘গ্রামীন সামাজিক ব্যবসা কেন্দ্র’ চালুর পায়তারা করছে বলে অভিযোগ করেছে। তারা গ্রামীন শক্তি রাক্ষার দাবি জানান। সেই সাথে তাদের চাকুরীর স্থায়ী করন, মুল বেতনের ৩৫% মহার্ঘ ভাতাসহ চাকুরী সংশ্লিষ্ঠ সকল সুবিধা প্রদানের দাবি জানান।
সংবাদ সম্মেলনে গ্রামীন শক্তি ঐক্য পরিষদ ফেনী ডিভিশনের সভাপতি মো. বেলাল হোসেন, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমানসহ ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, খাগড়াছড়ি, মীরসরাই ও সীতাকুন্ড ৭১টি ব্রাঞ্চের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে গ্রামীন শক্তি’র সাংবাদিক সম্মেলন
