দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞা সদর ইউনিয়নে চলতি অর্থ বছরের জন্য ৫৪ লক্ষ ১৮ হাজার ১শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দাগনভূঞা সদর ইউনিয়ন কার্যালয়ে বাজেট ঘোষণা করা হয়।
দাগনভূঞা সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানম। ইউনিয়ন উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি সচীব আব্দুল আলীম, ইউপি সদস্য (সংরক্ষিত) আমেনা বেগম পারুল, প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া আজাদ ও দাগনভূঞা সদর ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমূখ।
সম্পাদনা: আরএইচ/ইআর
দাগনভূঞা সদর ইউনিয়নের অর্ধকোটি টাকার বাজেট







