নিজস্ব প্রতিনিধি>>
ফুলগাজী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ভোট ডাকাতি ও কারছুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছে বিএনপি সমর্থিত প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরী মিনার। রোববার ১২ টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের নির্বাচনের প্রধান সমন্বয়ক সাজু চৌধুরী এ ঘোষণা করেন ।
সাংবাদিক সম্মেলনে বিএনপি নেতাদের অভিযোগ, সকারদলীয় সমর্থকরা কেন্দ্র দখল ওএজেন্টদের বের করে দিয়েছে। তিনি অভিয়োগ করেন, আমজাদ হাট ও ফুলগাজী সদর ইউনিয়নের কল কেন্দ্র থেকে কেন্দ্রের আনারস প্রতীকের এজেন্টদের বের করে দিয়েছে।
সম্পাদনা: আরএইচ/এসএইচ
ফুলগাজী উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন
