শহর প্রতিনিধি>>
রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রাল ও রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর জয়েন্ট ফিলোশীপ সভা সোমবার রাতে শহরের এসএসকে রোড়স্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর সভাপতি জালাল উদ্দিন বাবলুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ডাঃ বেলাল উদ্দিন (ডিএজি), মোস্তফা আজিজুল মনির, শাহিন হায়দার, মমিনুল হক, এহছানুল হক, আবু জোবায়ের ভূঞা মুন্না, ফরিদ উদ্দিন, এডভোকেট বুলবুল আহম্মেদ সোহাগ, ডাঃ কাজী ই¯্রাফিল, জাহাঙ্গীর আলম রাজ, নাজিম উদ্দিন মজুমদার, রোটারেক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর সভাপতি আবুল হাসনাত রনি, শরিফুল ইসলাম অপু, আবু নাসির, নজরুল ইসলাম, তোহিদুল ইসলাম রানা, জিয়া উদ্দিন, জিসান, তাহমিনা ফেরদৌস লাবনীসহ রোটারী ও রোটারেক্ট ক্লাব এর অন্যান্য সদস্য বৃন্দ।
সম্পাদনা: এনকে
রোটারী ও রোটার্যাক্ট ক্লাবের জয়েন্ট ফিলোশীপ সভা







