নতুন ফেনী ডেস্ক>>
ফেনীতে ৭ লাখ ইয়াবাসহ পুলিশের এক কর্মকর্তা আটকের ঘটনায় ১ পরিদর্শক ক্লোজড, ১০ উপ-পরিদর্শককে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত্র একটি আদেশ মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কাছে প্রেরণ করা হয়েছে। বুধবারের মধ্যে ওই পুলিশ কর্মকর্তারা বদলিকৃত কর্মস্থলে পৌছার কথা রয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দেওয়ান আবুল হোসেনকে ক্লোজড করে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। এছাড়া ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াবা মামলার আসামি বিল্লাল হোসেনকে ফেনী, উপ-পরিদর্শক (এসআই) একরামুল হককে খাগড়াছড়ি, উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ভূইয়াকে রাঙ্গামাটি, উপ-পরিদর্শক (এসআই) মোঃ আমীরকে নোয়াখালী, কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এবিএম কামালকে রাঙ্গামাটি, কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনকে চাঁদপুর, উপ-পরিদর্শক (এসআই) মাসরুরুল হককে লক্ষ্মীপুর, মো. ফিরোজ আলমকে রাঙ্গামাটি, টেকনাফ থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) সেলিম ও উখিয়ার উপ-পরিদর্শক (এসআই) সেলিমকে লক্ষ্মীপুর বদলি করা হয়েছে।
এর আগে ২০ জুন রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লালপুল থেকে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এসবি পুলিশের এএসআই মাহফুজুর রহমান (৩৫) ও তার গাড়ী চালক মো: জাবেদ আলীকে (২৯) আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭লাখ টাকা,৪টি মোবাইল সেট, বিভিন্ন ব্যাংকের ৮ ক্রেডিট কার্ড ও ৩টি মাদক বিক্রির টাকার হিসেবের নোটবুক উদ্ধার করে র্যাব। আটক মাহফুজুর রহমান কুমিল্লার ব্রাহ্মনপাড়া থানার মিরপুর গ্রামের জামশেদ আলীর ছেলে ও গাড়ীর চালক জাবেদ আলী ব্রাহ্মনবাড়িয়া সদর থানার বাদুগড় গ্রামের মরহুম ওমর আলী ভূঞার ছেলে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে ইয়াবা আটকের ঘটনায় পুলিশের ১ পরিদর্শক ক্লোজড, ১০ উপ-পরিদর্শককে বদলি







