দাগনভূঞা প্রতিনিধি >>
দাগনভূঞায় দশম শ্রেনীর ছাত্রীকে অপহরন করেছে মহিন উদ্দিন (২০) নামে এক বখাটে । বুধবার রাতে উত্তর আরীপুর গ্রামের বাড়ী থেকে জোরপূর্বক তাকে তুলে নেয়া হয়। এ ঘটনায় বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা আবদুল কাদের বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার উত্তর আলীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনী পড়ুয়া এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে ওই এলাকার মজিবুল হকের ছেলে মহিনউদ্দিন। প্রস্তাব প্রত্যাখান করায় ওই ছাত্রীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছে। উৎপাতে অতিষ্ঠ হয়ে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায়ও অংশ নিতে পারেনি সে। বুধবার রাতে মহিন ৩-৪ জন সহযোগি নিয়ে বসতঘর থেকে জোরপূর্বক তাকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
দাগনভূঞা থানার পরিদর্শক আনোয়ারুল আজিম মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, অপহৃতাকে উদ্ধার ও বখাটেকে গ্রেফতারে চেষ্টা চলছে।
সম্পাদনা: আরএইচ







