সাঈদীর প্রতি অবিচার হলে জনগণ মেনে নেবে না : শিবির • নতুন ফেনীনতুন ফেনী সাঈদীর প্রতি অবিচার হলে জনগণ মেনে নেবে না : শিবির • নতুন ফেনী
 ফেনী |
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাঈদীর প্রতি অবিচার হলে জনগণ মেনে নেবে না : শিবির

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৪২ অপরাহ্ণ, ১৬ সেপ্টেম্বর ২০১৪

 ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, দেশের মানুষ বিশ্বাস করে দেলাওয়ার হোসাইন সাঈদী অবিলম্বে কারামুক্ত হয়ে জনতার মাঝে ফিরে আসবেন। বছরের পর বছর ধরে তিনি ইসলাম প্রচারে কাজ করায় ধর্মপ্রাণ মানুষেরা তাকে হৃদয়ে স্থান দিয়েছে। তার প্রতি কোনো অবিচার হলে জনগণ মেনে নেবে না। তিনি মঙ্গলবার ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত সাথী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় এক মিলনায়তনে বিকাল ৪টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি রেজাউল ইসলাম খান সুমনের সভাপতিত্বে ও সেক্রেটারি ফয়েজ আহমদের পরিচালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আইন সম্পাদক আনোয়ারুল ওয়াদুদ টিপু ও মিডিয়া সম্পাদক রিয়াদ হোসেন রায়হান।
শিবির সভাপতি বলেন, “মাওলানা সাঈদীসহ শীর্ষ জামায়াত নেতারা সরকারের প্রতিহিংসার শিকার। ইসলামী আন্দোলনের এই নেতাদের নিষ্কলুষ চরিত্র সম্পর্কে সচেতন জনগণ ভালোভাবেই জানেন। দুর্নীতি, সন্ত্রাস, নৈতিক অবক্ষয়ের সয়লাবের মধ্যেও এই নেতারা যেভাবে আজীবন নীতির চর্চা করে আসছেন, তা স্মরণীয়। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এ ধরণের নেতাদেরই প্রয়োজন। কিন্তু দুঃখজনকভাবে সরকার তাদের কারারুদ্ধ করে দেশবিরোধী ষড়যন্ত্রেই মেতে রয়েছে। এই ষড়যন্ত্রের ফলে দেশ আজ অবনতির দিকে ধাবিত হচ্ছে।”

সম্পাদনা: আরএইচ/এমইউপি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.