দাগনভূঞা প্রতিনিধি>>
সরকার নগ্ন হস্তক্ষেপ না করলে বিএনপি’র প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হবে বলে মন্তব্য করেছে দলের যুগ্ম-মহাসচিব ও পৌরসভা নির্বাচনের সমন্বয়ক মো: শাহাজাহান। মঙ্গলবার দুপুরে দাগনভূঞা পৌরসভায় বিএনপি প্রার্থীর গণসংযোগে এসে তিনি এ মন্তব্য করেনে। মো: শাহাজাহান বলেন, ফেনী কেমন সন্ত্রাসের জনপদে পরিণত এ নির্বাচনই তার প্রমান। এখানে বিএনপিসহ অন্যকোন দলের প্রার্থীদের ভয়-ভিতি দেখিয়ে মনোয়ন জমা না দিতে বাধ্য করেছে। ফলে সরকার দলীয় ৯৫ শতাংশ প্রার্থী বিনাভোটে নির্বাচিত হয়েছে। ফেনীর এ নির্বাচনের মাধ্যমে সরকারের নগ্ন চেয়াহা ফুটে উঠেছে। তিনি বলেন, ৫ জানুয়ারী নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্র গলাটিপে হত্যা করা হয়েছে এ নির্বাচনের মাধ্যমে সমাধি রচিত হবে।

এসময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আবকর হোসেন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা যুবদলের সভাপতি হাসানুজ্জামান সাহাদাত, নোয়াখালী পৌরসভার মেয়র হারুন অর রশিদ আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/ইআর








