নিজস্ব প্রতিনিধি>>
নাশকতা মামলায় আত্মসর্পণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। সোমবার সকালে রাজধানীর সিএমএম আদালতে আত্মসমর্পন করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর পল্টন ও শাাহবাগ থানায় দায়ের করা নাশকতার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই দিন সকালে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত দুপুরে শুনানির সময় নির্ধারণ করেন। কয়েক মাস ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
সম্পাদনা: আরএইচ
নাশকতা মামলায় আবদুল আউয়াল মিন্টুর আত্মসমর্পণ
